বেদেপল্লির শিশুদের হাতে বই তুলে দিল চাঁদপুর বন্ধুসভা
শরতের শেষে হেমন্তের মাধ্যমে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা বইছে। শীত জানান দিচ্ছে, এমনই এক বিকেলে ৩০ অক্টোবর চাঁদপুর বন্ধুসভার একদল বন্ধু যাচ্ছে একটি ভালো কাজ করতে, গন্তব্য বেদেপল্লি। শহরের ডাকাতিয়া নদীর পাশেই বেদে সম্প্রদায়ের বসবাস। নৌকায়ই চলে তাঁদের জীবনচক্র।
রোদ, ঝড়, বৃষ্টিতে নাস্তানাবুদ—তবু জীবন সংগ্রাম থেমে নেই তাঁদের। তবে শিক্ষাবিমুখ তাঁরা। জ্ঞানের আলোয় আলোকিত না হয়ে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে বেদেশিশুরা। সেই অন্ধকারে আলো ফোটাতে চাঁদপুর বন্ধুসভার উদ্যোগে বেদেপল্লির ২৫ শিশুর হাতে বই তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে পাঠদানও করিয়েছেন বন্ধুরা।
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর রজতজয়ন্তী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে এই কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি রিফাত কান্তি সেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বন্ধু আফরিন, অভি, আয়শা, রনিসহ অন্যরা।
রিফাত কান্তি সেন বলেন, ‘আলোর নিচে যেন অন্ধকার। সেই অন্ধকারে আলো ফোটাতে চাই আমরা। শিক্ষার আলো পৌঁছাক প্রতিটি ঘরে ঘরে। পিছিয়ে পরা জনগোষ্ঠীকে সামনে আনা আমাদের সবার দায়িত্ব। সেই দায়িত্ববোধের তাড়নায় এই ক্ষুদ্র প্রয়াস।’
সভাপতি, চাঁদপুর বন্ধুসভা