জাককানইবি বন্ধুসভার উদ্যোগে গ্রাফিক ডিজাইন কর্মশালা
প্রযুক্তিনির্ভর এই পৃথিবীর সঙ্গে গ্রাফিক ডিজাইন ওতপ্রোতভাবে জড়িয়ে। এটি একটি আর্ট বা শিল্প। সহজভাবে বলা যায়, গ্রাফিক ডিজাইন হচ্ছে কোনো একটা কনসেপ্ট বা ধারণাকে ছবি, ডিজাইন, শিল্প আর সৃজনশীলতার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা। এটি শিখতে যেমন ইচ্ছাশক্তি ও ধৈর্য দরকার, তেমনি দরকার সঠিক গাইডলাইন।
বর্তমানে এর গুরুত্ব অনুধাবন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ২৯ আগস্ট অনলাইনে অনুষ্ঠিত হয় গ্রাফিক ডিজাইন কর্মশালা। শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতাকে আরও উন্নত করার লক্ষ্যে নিয়মিত অনলাইন ইভেন্ট ‘স্কিলস আপ ১.০’–এর অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
বন্ধুদের গ্রাফিক ডিজাইনের ওপর প্রায় দুই মাসব্যাপী অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার হোসেন।
উদ্বোধনী ক্লাসে উপস্থিত ছিলেন সভাপতি মেহেদী হাসান পল্লব, সাধারণ সম্পাদক তকিব হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আমিনা সরকার, প্রশিক্ষণ সম্পাদক রুমান হুসাইন, সাংস্কৃতিক সম্পাদক শারমিন সুলতানা, প্রচার সম্পাদক জাফরিনসহ অন্য বন্ধুরা।
যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা