কেক কাটা, জার্সি উদ্বোধন ও বিশেষ ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে কাতার বন্ধুসভা। ১৫ নভেম্বর রাতে রাজধানী দোহার ম্যাজেস্টিক হোটেলের হলরুমে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। তিনি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রবাসী তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য সর্বস্তরের প্রবাসীদের মধ্যে সচেতনতা তৈরির প্রতি গুরুত্বারোপ করে মো. নজরুল ইসলাম বলেন, বন্ধুসভা ও অন্য সামাজিক সংগঠনগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
রাষ্ট্রদূত বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে দেশ ও মানুষের কল্যাণে কাতার বন্ধুসভার বন্ধুরা কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন।
১১ নভেম্বর ছিল প্রথম আলো বন্ধুসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৫ নভেম্বর কাতার বন্ধুসভার চতুর্থ বর্ষপূর্তি। এদিন বিকেল থেকেই একে একে অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন বন্ধুরা। দোহা ও আশপাশের এলাকা এবং দূরদূরান্ত থেকে ছুটে আসেন বন্ধুসভার সদস্য ও শুভানুধ্যায়ীরা।
সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হওয়ার পর উপস্থিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন রাষ্ট্রদূত। এ সময় বন্ধুসভার লোগো, বাংলাদেশের মানচিত্র–সংবলিত বিশেষ জার্সি ও কাতার বন্ধুসভার বিশেষ প্রকাশনা ‘বন্ধন’-এর মোড়ক উন্মোচন করা হয়।
অর্থ সম্পাদক সত্য রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কাতার বন্ধুসভার সহসভাপতি মাগফুর রহমান, বিমান বাংলাদেশ কাতার কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দীন, জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার শাখার সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, অ্যারাবিয়ান এক্সচেঞ্জের সিইও নুরুল কবির প্রমুখ।
বন্ধুসভার পরিচিতি তুলে ধরেন সভাপতি বুরহান উদ্দীন। সাধারণ সম্পাদক শাকিল আহমদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজকদের মধ্যে ছিলেন সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিফাত, দপ্তর সম্পাদক জিহাদুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজিদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইবরাহিম মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মনজুরুল হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সুলতান আহমদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আলনোমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মতিউর রহমান, ম্যাগাজিন সম্পাদক জিয়াউল হকসহ অন্য বন্ধুরা।