ঠাকুরগাঁও বন্ধুসভার খিচুড়ি উৎসব
বর্ষার মৌসুম চলছে। এক বৃষ্টির দিনে হঠাৎ ঠাকুরগাঁও বন্ধুসভার মেসেঞ্জার গ্রুপে বন্ধু মিথিলা আক্তার মেসেজ দিয়ে বললেন, এই বৃষ্টির দিনে খিচুড়ি পার্টি হলে কেমন হয়? তাৎক্ষণিক সভাপতি আব্দুল্লাহ আল মামুন তাঁর প্রস্তাবনায় সম্মতি দিয়ে বললেন, বেশ ভালো হয়। প্রচার সম্পাদক আলিফ বললেন, সঙ্গে হরেক রকমের ভর্তা আর ডিমভাজা হলে আরও বেশ হয়।
সবার সম্মতিতে পরিকল্পনা হলো। সে অনুযায়ী গত ২০ জুন বিকেলে ঠাকুরগাঁও (বিএডিসি) ফার্ম–সংলগ্ন টাঙ্গন নদের তীরে অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁও বন্ধুসভার খিচুড়ি উৎসব।
সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব রান্না করে নিয়ে আসেন খিচুড়ি ও মুরগির মাংস। পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিথিলা আক্তার তৈরি করে আনেন হরেক রকমের ভর্তা, যেমন আলুর ভর্তা, শুঁটকির ভর্তা, রসুনের ভর্তা ও উত্তরবঙ্গের বিখ্যাত শিদলের ভর্তা।
বন্ধু মারজান তৌফিক নিয়ে আসেন সালাদ ও পেঁয়াজমাখা। সভাপতি আব্দুল্লাহ আল মামুন নিয়ে আসেন কোমল পানীয়। খাবারগুলো সুন্দরভাবে পরিবেশন করেন বন্ধু এন্তাজ হোসেন। খাওয়া শেষে নদের পাড়ের হিমেল হাওয়ায় গান গেয়ে শোনান বন্ধু মিথিলা আক্তার এবং কবিতা আবৃত্তি করেন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, প্রচার সম্পাদক আলিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেনসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা