পশুপাখিদের জন্য ওষুধ ও খাবার সরবরাহ

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার একটি ভালো কাজ
ছবি: বন্ধুসভা

পশুপাখিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করে পাবনা অ্যানিমেল লাভার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অসুস্থ পশুপাখিদের চিকিৎসাসহায়তাও দিয়ে থাকে। ৩১ অক্টোবর সংগঠনটির কাছে পশুপাখিদের জন্য প্রয়োজনীয় ওষুধ ও খাবার সরবরাহ করেছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা।

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবছর ‘একটি করে ভালো কাজ’ করে থাকে সারা দেশের বন্ধুসভাগুলো। তারই ধারাবাহিকতায় এ বছর রজতজয়ন্তী উপলক্ষে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার এই উদ্যোগ।

পশুপাখিদের জন্য ওষুধ
ছবি: বন্ধুসভা

ওষুধ ও খাবার হস্তান্তর করার সময় বন্ধুসভার বন্ধুরা ছাড়াও উপস্থিত ছিলেন পাবনা অ্যানিমেল লাভার সংগঠনের সদস্যরা। তাঁদেরই একজন বন্ধুসভার উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এটা খুবই ভালো কাজ। এর আগে এমন সাহায্য খুব কমই পেয়েছি। বন্ধুসভাকে অসংখ্য ধন্যবাদ।’ আরও বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমামুল ইসলামসহ অন্য বন্ধুরা।

সভাপতি, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা