প্রভাতফেরির কালো আর সাদা পোশাকে ছেয়ে গেছে শোকাবহ আট ফাল্গুন। প্রকৃতি আজও শিমুল–পলাশের লালে রাঙানো। রং নেই শুধু বায়ান্নপরবর্তী ভাইহারা একুশের বুকে। দিনটির সঙ্গে বাঙালির জীবনের আবেগ ও অহংকার জড়িয়ে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর থেকে চারদিকে ভাসছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি!’ না, আমরা কখনোই ভুলতে পারিনি, পারব না। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির রাজপথের সেই তাজা রক্ত জড়িয়ে আছে আমাদের মাতৃভাষার সঙ্গে, এ ভাষা ভোলার নয়। এ ভাষা আমাদের অহংকার।
সেই চেতনায় ২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে শহীদ মিনারে যান দিনাজপুর বন্ধুসভার বন্ধুরা। শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা নীরবতা পালন করেন। এরপর দিনাজপুর জিলা স্কুল এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুর বন্ধুসভা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত হয় ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি-২০২৩’।
শুভেচ্ছা বক্তব্য দেন দিনাজপুর বন্ধুসভার উপদেষ্টা ডা. শিলাদিত্য শীল। তিনি বলেন, ‘দিনাজপুর বন্ধুসভা দারুণ সব কাজ করে যাচ্ছে। আজকের এই রক্তদান কর্মসূচি এর বড় দৃষ্টান্ত। এই মহৎ কাজে সবাই উৎসাহিত হোক।’ অন্যদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা অ্যাডভোকেট ইন্দ্রজিৎ কুমার ও শিক্ষক শাহাজাহান সাজু।
প্রথম রক্তদাতা রাব্বী সুইটের রক্ত গ্রহণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আদুল আহাদ, তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্রের আহ্বায়ক বজলুল হক প্রমুখ। স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন প্রথম আলোর প্রতিনিধি শৈশব রাজু। এদিন প্রায় ৩০ রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন।
প্রথমবার রক্ত দান করেছেন দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী বিশাল। তিনি বলেন, ‘এত দিন অনেকবার রক্ত দেওয়ার কথা ভেবে এসেছি, কিন্তু সুযোগ হয়নি। আজ এই মহৎ কাজ করতে পারলাম। খুব ভালো লাগছে।’ এবার নিয়ে ১৩তমবার রক্ত দিয়েছেন দিনাজপুর বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক সাদমান হক। অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘রক্তদানের অনুভূতি বলে প্রকাশ করা যায় না। যত দিন সুস্থ থাকি, এই মানবিক কাজ করে যাব, পিছপা হব না।’
নারীরাও এই কাজে এগিয়ে এসেছেন। চম্পা অধিকারী নামের এক রক্তদাতা বলেন, মেয়েদের অনেকেই কাজটাকে খুব ভয় পায়। কিন্তু এটাতে ভয়ের চেয়ে প্রশান্তি বেশি। চাইলেই মেয়েরাও এই মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। কর্মসূচিতে দাতাদের জন্য সরবরাহ করা হয়েছে মিষ্টি, বিস্কুট ও পানি। সেই সঙ্গে রক্তদানকারী কার্ড ও বেশ কয়েকটি ভাইরাসের মেডিকেল টেস্টের রিপোর্ট।
সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা