‘অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে’

অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে ‘তোমায় হারানোর শোকে আজো কাঁদি’ শিরোনামে সেমিনার ও আলোচনা সভা করেছে মিরপুর বন্ধুসভা। ১৬ আগস্ট বিকেল পাঁচটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করে একে অপরের সঙ্গে পরিচিত হন বন্ধুরা। এরপর কোরআন তেলাওয়াত করেন বন্ধু সাজ্জাদ হোসেন এবং ত্রিপিটক পাঠ করেন বন্ধু ক‍্যমেছিং মার্মা।

মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়ার সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির অধ‍্যক্ষ ফারজানা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক এনায়েত হোসেন, ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু আশফাকুজ্জামান প্রমুখ।

বক্তব্য দিচ্ছেন আমন্ত্রিত অতিথিরা
ছবি: বন্ধুসভা

বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যবহুল আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক ও দার্শনিক ড. জিনবোধি। তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক-ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ও দেশ গঠনে অবদান রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই মানুষকে আমরা হারিয়েছি।’ বঙ্গবন্ধুর আদর্শে পথ চলতে বন্ধুদের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ একই সঙ্গে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

সভাপতি, মিরপুর বন্ধুসভা