এর আগোত মোক কাও কম্বল দেয় নাই

কম্বল নিতে আসা তিন নারীর সঙ্গে দাঁড়িয়ে আছেন এক বন্ধু, সবার মধ্যেই উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় গ্রামের বাসিন্দা ৭৩ বছর বয়সী বাতাসী বেওয়া মেয়ের বাড়িতে থাকেন। দিনমজুর জামাইয়ের আয়ে সংসার চালানো দায়। শীত নিবারণের পর্যাপ্ত পোশাকের অভাবে কষ্টে দিন অতিবাহিত করছিলেন। কম্বল উপহার পেয়ে তিনি বলেন, ‘এর আগোত মোক কাও কম্বল দেয় নাই। তোমরা কী যে উপকার করিলেন, ভগবান তোমারলাক ভালো করিবে।’

প্রথম আলো ট্রাস্ট ও ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুদের নিজস্ব অর্থায়নে ১৯ জানুয়ারি সদর উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায়-দুস্থ মানুষের মধ্যে শীতের উষ্ণ উপহার বিতরণ করেছেন বন্ধুরা। এদিন উপজেলার বান্দিগড়, বালাপাড়া ও দানারহাট এলাকার দুই শতাধিক মানুষ শীতবস্ত্র পেয়েছে।

দুই শতাধিক মানুষ কম্বল পেয়েছেন
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, বশভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবিব, শিক্ষক রনজিৎ কুমার, বালাপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিনাজ উদ্দিন, প্রথম আলোর প্রতিনিধি মজিবর রহমান, ঠাকুরগাঁও বন্ধুসভার সহসভাপতি ফরহাদুল ইসলাম, লায়লা ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক পিয়াল হাসান, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শিহাব, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এন্তাজ আলী প্রমুখ।

সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা