চলো স্বপ্ন ছুঁই

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার একটি ভালো কাজ
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর রজতজয়ন্তী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে ‘ড্রিম টাচ-চলো স্বপ্ন ছুঁই’ শিরোনামে স্কুলশিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৩১ অক্টোবর স্থানীয় কর্ণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সামিউল ইসলাম। পরে শিক্ষার্থীদের সঙ্গে তাদের স্বপ্ন ও জীবনের লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া শিশু অধিকার, শিষ্টাচার, ভালো কাজ, ডেঙ্গুবিষয়ক সচেতনতা, সাঁতার শেখা, নিরাপদ খাদ্য গ্রহণসহ নানাবিধ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন বন্ধুরা।

সমাপনী বক্তব্যে বন্ধুসভার এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং উৎসাহ দেন কর্ণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। পরে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক পর্বের। যেখানে শিক্ষার্থীরা গজল, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশন করে। শেষে ২০ জন অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়।

সাংস্কৃতিক সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা