‘এসো বন্ধু বই পড়ি, আলোকিত সমাজ গড়ি’ প্রতিপাদ্যে এমসি কলেজ বন্ধুসভা বছরের সপ্তম পাঠচক্র করেছে। ১৬ আগস্ট কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত পাঠচক্রে নির্ধারিত বইটি ছিল সুফিয়া কামালের ‘একাত্তরের ডায়েরি’।
‘একাত্তরের ডায়েরি’ বইটি ১৯৭১ সালে চলমান মুক্তিযুদ্ধের পরিস্থিতি, প্রভাব ও নিজ জীবনের অভিব্যক্তির লিপিবদ্ধ দলিল। সুফিয়া কামাল তাঁর এই ডায়েরি লেখা শুরু করেন ১৯৭০ সালের ৩০ ডিসেম্বর এবং শেষ হয় ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর।
বইটি পাঠের পর পাঠক একাত্তরের মুক্তিযুদ্ধের বাস্তব চিত্রের খুব কাছাকাছি পৌঁছে যেতে পারবেন। তখনকার ভয়াবহ দৃশ্যের প্রতিচ্ছবি পাওয়া যাবে। পর্যায়ক্রমে উপস্থিত বন্ধুগণ বইটির রিভিউ সবার সামনে উপস্থাপন করেন।
পরবর্তী সময়ে সেরা পাঠক বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এমসি কলেজ বন্ধুসভার সভাপতি উত্তম দাস বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নেই। সবাইকে বই পড়ার জন্য তিনি আহ্বান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফারহানা লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক পাপড়ি তালুকদার, প্রচার সম্পাদক রুহেল আহমেদ, অর্থ সম্পাদক রুবেল ফারহিন, উদয় সরকার, লিমা তালুকদার, মেহেদী হাসান, অনন্ত সরকার, রেজাউল করিম, সানজিদা রশিদসহ অন্য বন্ধুরা।
দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক, এমসি কলেজ বন্ধুসভা