নড়াইল বন্ধুসভার সহমর্মিতার ঈদ উদ্‌যাপন

নড়াইল বন্ধুসভার উদ্যোগে শিশুরা পেল নতুন জামাছবি: বন্ধুসভা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে নড়াইল বন্ধুসভা।

জাতীয় পরিচালনা পর্ষদের ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ২৮ মার্চ নড়াইল এস এম সুলতান মঞ্চ চত্বরে ৩০ শিশুর হাতে ঈদের উপহারসামগ্রী তুলে দেন বন্ধুরা।

নড়াইল বন্ধুসভার সহমর্মিতার ঈদ

নতুন জামাকাপড় উপহার পেয়ে শিশু ও পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। বন্ধুসভার বন্ধুরা জানান, প্রতিবছরই ঈদসহ অন্যান্য উৎসবেও এমনভাবে তাঁরা আনন্দ ভাগাভাগি করে থাকেন। আগামী দিনেও এ ধরনের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল বন্ধুসভার উপদেষ্টা শেখ জাদী নঈমা জব্বারী বনানী, মো. মহিউদ্দিন, শুভ সরকার, প্রথম আলো জেলা প্রতিনিধি রাজু শেখ, বন্ধুসভার সভাপতি শামীম আহমেদসহ অন্য বন্ধুরা।