সাতক্ষীরায় শিশু ও বৃদ্ধারা পেলেন ঈদের নতুন পোশাক

বৃদ্ধারাও পেয়েছেন ঈদের নতুন পোশাক
ছবি: বন্ধুসভা

পাখি বেগমের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। স্বামী কাজ করেন ফুটপাতের একটি ফলের দোকানে। যা পান, তা দিয়ে সংসার চলে না। একমাত্র সন্তান ইসমাইলকে (২) ঈদে নতুন জামা কিনে দেওয়ার ইচ্ছা থাকলেও উপায় করতে পারছিলেন না। এ অবস্থায় সাতক্ষীরা বন্ধুসভার পক্ষ থেকে শিশুটির জন্য নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে।

২১ এপ্রিল ঈদের পোশাক পেয়ে ২ বছরের ইসমাইল খুশি হয়েছে কি না বোঝা গেল না, তবে তার মা পাখি বেগম খুশিতে আটখানা। তিনি বলেন, ইসমাইলের এ পোশাক না পেলে হয়তো ঈদে তাঁরা কিনে দিতে পারতেন না নতুন পোশাক।
শহরে শহীদ রিমু সরণির সাহিদা খাতুন। কখনো অন্যের বাড়িতে কাজ কিংবা ভিক্ষা করে দিন চলে। ছোটবেলায় বিয়ে দিয়েছিলেন মা–বাবা। ওই বিয়ে টেকেনি বেশি দিন। তারপর ৫২ বছরের সাহিদা আর বিয়ে করেননি। চেয়ে–চিন্তে চলে কোনোরকমে। ঈদের নতুন কাপড় পেয়ে তাঁর আনন্দ আর ধরে না। তিনি বলেন, ‘এ কাপড় না পেলে এবারের ঈদে তার নতুন কাপড় পরা হতো না।’

নতুন জামা পেয়ে শিশুদের উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া অসহায় দুস্থ শিশু ও বৃদ্ধ নারী-পুরুষের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে প্রথম আলোর সাতক্ষীরা অফিসংলগ্ন টাউন স্পোর্টিং ক্লাব চত্বরে এগুলো বিতরণ করা হয়। এ সময় নতুন পোশাক দেওয়া হয় ২৫ শিশুকে। খাদ্যসামগ্রী দেওয়া হয় ১০ জনকে এবং আরও ১০ বৃদ্ধাকে শাড়ি ও ছয় বৃদ্ধকে লুঙ্গি দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জলিল, বন্ধুসভার উপদেষ্টা জাহিদা জাহান, সভাপতি কর্ণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মোকারম বিল্লাহ, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার, ম্যাগাজিনবিষয়ক সম্পাদক মাসকুরা আক্তার, কার্যনির্বাহী সদস্য হুময়ারা ফারজান, গোলাম হোসেন, জাহিদ হাসান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জিসহ অন্যান্য বন্ধুরা।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা