পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার একটি ভালো কাজ

মানবকল্যাণ ট্রাস্টের এতিম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুশিক্ষার্থীদের নিয়ে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার একটি ভালো কাজছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজ করেছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা। এর অংশ হিসেবে ২৪ অক্টোবর পাবনার সিংগাতে মানবকল্যাণ ট্রাস্টের এতিম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুশিক্ষার্থীদের কিছু উপহার দেন বন্ধুরা।

বন্ধুদের নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মানবকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হোসেন ও ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন। তাঁরা বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া ব্যক্তিদের পাশে থেকে তাদের জীবনব্যবস্থা আরও উন্নত করাই আমাদের মূল লক্ষ্য।’

যান্ত্রিক, কোলাহলপূর্ণ জীবন থেকে কিছু সময়ের জন্য ছুটি নিয়ে ফুটফুটে কোমলমতি শিশুদের সঙ্গে সময় কাটাতে পেরে বন্ধুরাও অনেক খুশি। বন্ধুরা বলেন, ‘বন্ধুসভা সব সময় ইতিবাচক কাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। ভবিষ্যতে এ রকম আরও ভালো কর্মসূচি গ্রহণ করতে আমরা চেষ্টা করে যাব।’

সভাপতি, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা