তাপপ্রবাহে স্বাস্থ্য সুরক্ষায় মিরপুর বন্ধুসভার সচেতনতা ক্যাম্পেইন

ক্যাম্পেইনের আওতায় শিশু, শ্রমজীবী মানুষ, পথচারী, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে ছাতা, তরমুজ, লেবুর শরবত, কোমল পানীয় ও স্যালাইন বিতরণ করেছেন মিরপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

দেশজুড়ে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। দিনের বেলা তাপমাত্রা ৩৮ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে। চলমান এই হিটওয়েভে সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবী ও পথচারীরা। তাঁদের কিছুটা স্বস্তি দিতে স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা ক্যাম্পেইন করেছে মিরপুর বন্ধুসভা।

ক্যাম্পেইনের আওতায় শিশু, শ্রমজীবী মানুষ, পথচারী, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে ছাতা, তরমুজ, লেবুর শরবত, কোমল পানীয় ও স্যালাইন বিতরণ করেছেন বন্ধুরা। মোট সাত পর্বে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

২২ এপ্রিল প্রথম দিন রাজধানীর মিরপুরের প্রশিক্ষা মোড় থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেন বন্ধুরা। পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ ও ২৮ এপ্রিল মিরপুর–১, ২, ১০, ১১, ১২, ১৪, পল্লবী, কাজীপাড়া, শেওড়াপাড়া, রূপনগর, আরামবাগসহ বিভিন্ন এলাকায় এই ক্যাম্পেইন করা হয়। পাশাপাশি তাপপ্রবাহে হিট স্ট্রোক রোধে সচেতন করতে ও বর্তমান পরিস্থিতিতে করণীয় বিভিন্ন বিষয় জনসাধারণের মধ্যে তুলে ধরতে মিরপুর বন্ধুসভার বন্ধুরা লিফলেট বিতরণ করেন।

এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের মধ্যে সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। বন্ধুরা জানান, তাপপ্রবাহ যত দিন আছে, তত দিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

নাসিমা বেগম (৩৫) নামের এক শ্রমিক বলেন, ‘এই গরমে ইট ভাঙতে খুব কষ্ট হয়। শরীর ক্লান্ত হয়ে পড়ে। আপনাগো ঠান্ডা পানি খাইয়া শক্তি পাইলাম।’
শ্রমজীবী সজীব মিয়া বলেন, ‘অনেক দিন ধরে টেহার অভাবে তরমুজ কিনে খাই না। আপনারা তরমুজ দিছেন। এই তরমুজ ঘরে নিয়া পোলা-মাইয়া লইয়া মন ভইরা খামু। আপনাগো অনেক দোয়া করি।’

বন্ধুদের মানবিক এই কাজ দেখে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘মিরপুর বন্ধুসভার উদ্যোগটি খুবই প্রশংসনীয় ও ব্যতিক্রমী। শত শত মানুষের জন্য সেবামূলক কাজ করে যাওয়া আনন্দের। সবার জন্য শুভকামনা রইল।’

কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছেন মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়া, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক অরুপ বড়ুয়া, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সুমন মল্লিক ও জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসসহ অন্য বন্ধুরা।

সভাপতি, মিরপুর বন্ধুসভা