ঈদ আনন্দ ভাগাভাগি করল রাঙ্গুনিয়া বন্ধুসভা

রাঙ্গুনিয়া বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

রাহাত (৮), এতিমখানায় বেড়ে ওঠা ছোট্ট এক বালক। যার কাছে ঈদের অর্থটা অনেকটাই ফ্যাকাসে। রাঙ্গুনিয়া বন্ধুসভার বন্ধুদের ভালোবাসার রঙিন জামাটা গায়ে জড়িয়ে পৃথিবীর অপার সৌন্দর্য উপভোগের স্বাদ পেয়েছে সে।

ঠিক এভাবেই রাহাতের মতন বিশেষচাহিদাসম্পন্ন হাসান ও রাফিসহ আরও ৩০ জন শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে রাঙ্গুনিয়া বন্ধুসভা। ২৮ মার্চ সকাল থেকে উপজেলার দুটি এতিমখানার এসব শিশুকে ঈদের নতুন জামা ও পাঁচটি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বন্ধুরা। উপদেষ্টা ও বন্ধুদের দেওয়া অর্থ দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করেছেন অর্থ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস ও সহসাংগঠনিক সম্পাদক মুবিন উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সঞ্জীব সুশীল, সভাপতি এম মোরশেদ আলম, সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ, প্রশিক্ষণ সম্পাদক আবদুর রহিম, সহসাংগঠনিক সম্পাদক কবি শাহী মোহাম্মদ ইলিয়াস, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্য বন্ধুরা।

সভাপতি, রাঙ্গুনিয়া বন্ধুসভা