কবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মদিন ছিল ২৫ জানুয়ারি। এ উপলক্ষে পরদিন ২৬ জানুয়ারি কবির আত্মজীবনী নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এটি অনুষ্ঠিত হয়।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক স্বর্ণা দেবনাথের সঞ্চালনায় বন্ধুরা কবি মাইকেল মধুসূদন দত্তের জীবন, চরিত্র ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন। পাঠচক্র শেষে সেরা পাঠক হিসেবে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁরা হলেন চাঁদনী জাহান, এম কে আমিন ও তাহেরা তাবাচ্ছুম।
পাঠচক্র শেষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন খান জাহান রিমন।
পাঠচক্রের আসরে উপস্থিত ছিলেন সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, প্রচার সম্পাদক রাফি, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মুনিয়া আক্তার, কার্যনির্বাহী সদস্য আরাফাত হোসেন, বন্ধু ওলিভ উল্লাহ, কনা আক্তার, মিম আক্তার, মাহিদুল ইসলাম, সাবেক সভাপতি শাকিল হাওলাদারসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা