মেহতাবউদ্দিন নামক ঢাকায় বসবাসকারী একজন সফল ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে আসে মেহতাবউদ্দিনের জন্মস্থান নেত্রকোনা থেকে আগত খলিলুল্লাহ। ঘটনা এগোলে দেখা যায় খলিলুল্লাহকে খুব সহজ এবং গ্রাম্য দেখা গেলেও তার রয়েছে বিশেষ ক্ষমতা। একপর্যায়ে উঠে আসে হোমো সেপিয়েন্সের পরবর্তী প্রজন্ম হোমো সুপিরিয়র। উপন্যাসটির নাম ‘দ্বিতীয় মানব’। লেখক হুমায়ূন আহমেদ।
বাংলা কল্পকাহিনিমূলক এই উপন্যাস নিয়ে ভৈরব বন্ধুসভা পাঠচক্র করে। ২২ জুন সন্ধ্যায় প্রথম আলো ভৈরব অফিসে এটি অনুষ্ঠিত হয়। এটি ভৈরবসভার ১৯৫তম পাঠের আসর। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান।
পাঠ আলোচনায় অংশ নেন কার্যনির্বাহী সদস্য প্রিয়াংকা, বন্ধু রিফাত হোসেন ও বন্ধু নাহিদ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সুমন মোল্লা, সুমাইয়া হামিদ, সভাপতি জান্নাতুল মিশু, সাংগঠনিক সম্পাদক রাহিম আহমেদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মহিমা মেধা, অর্থ সম্পাদক আনাস খান, প্রচার সম্পাদক হান্নান হিমু, বইমেলা সম্পাদক জিহাদ রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মাজারুল ইফতি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফুল ইসলামসহ অন্য বন্ধুরা।
প্রচার সম্পাদক, ভৈরব বন্ধুসভা