সৈয়দপুর বন্ধুসভার হালখাতা উৎসব

হালখাতা উৎসবে সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

হালখাতা হলো বছরের প্রথম দিনে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা-পাওনার হিসাব সমন্বয় করে হিসাবের নতুন খাতা খোলেন। আগে হিসাব রাখা হতো টালি খাতায়। বর্তমানে প্রযুক্তির যুগে টালি খাতার জায়গা নিয়েছে কম্পিউটার। বেড়েছে অনলাইন কেনাবেচা। ফলে কমে গেছে হালখাতার কার্ড ছাপানোর রীতিও। এভাবে হারিয়ে যেতে চলেছে হালখাতা।

পয়লা বৈশাখে বাঙালির ঐতিহ্যের অংশ ছিল হালখাতা উৎসব। কিছু কিছু জায়গায় ছোট পরিসরে অনেকে হালখাতা আয়োজন করলেও নেই আগের সেই আমেজ। পুরোনো সেই আমেজকে ফিরিয়ে আনতে হালখাতা উৎসব করেছে নীলফামারীর সৈয়দপুর বন্ধুসভা। ১৮ এপ্রিল সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের বটতলায় এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক আহসান হাবিব বলেন, ‘হালখাতার মতো বাঙালির পুরোনো সংস্কৃতি ও ঐতিহ্যগুলো যেন হারিয়ে না যায়, সে জন্য সৈয়দপুর বন্ধুসভার এই আয়োজন।’

বিভিন্ন পদের ভর্তা দিয়ে ভাত খাওয়ার আয়োজন
ছবি: বন্ধুসভা

উৎসবে রাখা হয় বৈচিত্র্য। বন্ধুসভার বন্ধুরা বাসা থেকে নিয়ে আসেন ২০ পদের ভর্তা (আলু, বেগুন, টমেটো, মিষ্টিকুমড়া, পেঁয়াজ, বাদাম, মাছ, টাকি মাছ, শুঁটকি, ধনিয়াপাতা, কচুপাতা, পটোল, শিম, কালোজিরা, ঢেরস, ডিম, ডাল, কাঁচকলা, শর্ষেবাটা, লাউপাতা)। এগুলো গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয় কলাপাতার প্লেটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, সৈয়দপুর বন্ধুসভার উপদেষ্টা হাফিজা খাতুন, হোসনে আরা লিপি, সভাপতি বিলকিস আক্তার, সাধারণ সম্পাদক মমতাজ পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক সাধনা রায়, অর্থ সম্পাদক রেজা আহমেদ, দপ্তর সম্পাদক রাইম চৌধুরী, প্রচার সম্পাদক আয়শা আফিয়া, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আতাউ ফাতেমা, সাংস্কৃতিক সম্পাদক তাপস রায়, প্রশিক্ষণ সম্পাদক সাধন চন্দ্র দাস, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক স্রোতস্বিনী রায়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তাহমিন আরিফ, বইমেলা সম্পাদক আসাদুজ্জামান আসাদ,  কার্যনির্বাহী সদস্য মিতৌষী রায়, শ্রাবণী রায়, প্রভাত ঠাকুর, বন্ধু শ্রাবণী অধিকারী, গুঞ্জন অধিকারী, রাজু ইসলাম, ফারহান সাদিক, আখিজা আইরিন, সিমরান শেখ, নূরনবী ইসলাম, ইমরান নিজাম, মারিয়া রিদা, আলী ইমরান, শামা ইমরান, এম রাশেদ সরকার, মো. আসাদসহ আরও অনেকে।