উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শরীয়তপুরে অনুষ্ঠিত হয়ে গেল শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩। ৩ অক্টোবর শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা উৎসব অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের মূল কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ। নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মাকসুদা খাতুন আগত কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য সব ক্ষেত্রে সৎ থাকার পরামর্শ দেন। জাজিরা মোহর আলী মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম তার অনুভূতি প্রকাশ করে বলে, ‘দেশকে মায়ের মতো ভালোবেসে সকল অন্যায়-অবিচার দূর করব।’
অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের মিথ্যা, মাদক ও মুখস্থ থেকে দূরে থাকতে বলেন। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবির কান্তি বালা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের প্রতি আমাদের অবিরাম ভালোবাসা। তোমাদের সফলতায় আমরাও গর্বিত। সে জন্য প্রথম আলো পরিবার অভিনন্দন জানাতে তোমাদের কাছে ছুটে এসেছে। ভালো মানুষ হয়ে দেশকে, পরিবারকে আলোকিত করার ব্রত নিয়ে তোমরা এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা।’
সাংস্কৃতিক পর্বে দলীয় নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার বন্ধু সোহেল মীর মালত ও তাঁর দল। কৃতী শিক্ষার্থীদের মধ্য থেকেও ছিল অংশগ্রহণ। কৃতী শিক্ষার্থী লামিছা একটি দেশাত্মবোধক গান পরিবেশন করে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীয়তপুর বন্ধুসভার সভাপতি শাহিন সরকার।
কৃতী শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া হয়েছে ডিজিটাল সার্টিফিকেট, ক্রেস্ট, স্ন্যাকস, শিখো স্কলারশিপ, প্রথম আলো ই-পেপারের তিন মাসের সাবস্ক্রিপশন, চরকির এক মাসের ফ্রি সাবস্ক্রিপশন, প্রথম প্রকাশনার বইয়ে অবিশ্বাস্য মূল্যছাড়, কিশোর আলো, বিজ্ঞানচিন্তা ম্যাগাজিনে বিশেষ অফারসহ আরও অনেক কিছু।
সহসভাপতি, শরীয়তপুর বন্ধুসভা