জল ছাড়া যেমন জীবন অচল, তেমনি নারী ছাড়া অচল সভ্যতা ও সমাজ। নারীদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। ৮ মার্চ সারা বিশ্বে এই বিশেষ দিন উদ্যাপিত হয়। দিবসটি উদ্যাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস।
বিশ্ব নারী দিবসকে সামনে রেখে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল সিলেট বন্ধুসভা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সিলেটের বিভিন্ন এলাকার নারীরা। মোট ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
১৪ মার্চ সিলেটের সারদা হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম ১০ বিজয়ীকে ক্রেস্ট ও সনদ এবং বাকিদের অনলাইন সনদ প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট প্রথম আলো ব্যুরো প্রধান সুমনকুমার দাশ এবং দৈনিক সিলেট মিরর–এর সম্পাদক আহমদ নূর।