ঠাকুরগাঁওয়ে গ্রাফিতি অঙ্কনে বন্ধুসভার বন্ধুরা

ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুদের আঁকা গ্রাফিতি ‘সম্প্রীতির বাংলাদেশ’ছবি: বন্ধুসভা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট সরকার পতন হয়। তার পর থেকে দেশ সংস্কারের কাজে নামেন শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ। পুলিশের অনুপস্থিতিতে শিক্ষার্থীরা রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেন। আবার কেউ কেউ দেয়ালে দেয়ালে শহীদদের স্মরণ ও আন্দোলনের বিভিন্ন প্রতিবাদী কথার গ্রাফিতি অঙ্কন করেন।

যে দেয়ালগুলো বিভিন্ন রাজনৈতিক পোস্টারে, স্লোগানে ছেয়ে গিয়েছিল এবং দেখতে খুব বাজে লাগছিল, সেগুলোয় গ্রাফিতি আঁকা হয়েছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেয়।

গ্রাফিতি অঙ্কনের কাজে অংশ নেওয়া বন্ধুরা
ছবি: বন্ধুসভা

ঠাকুরগাঁওয়ে গ্রাফিতি আঁকার কাজে অংশ নিয়েছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরাও। জেলা শহরের টাঙ্গন ব্রিজের দুই পাশের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেন তাঁরা। বন্ধুরা ‘সম্প্রীতির বাংলাদেশ’, ‘এখন দরকার জনগণের সরকার’সহ বেশ কয়েকটি শিরোনামে একাধিক গ্রাফিতি আঁকেন।

এ কাজে অংশ নেন ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধু তাওহিদ, নুসরাত জাহান, আরেফিন আকাশ, মুসকান, নিহালসহ অন্যরা।

সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা