শিখোর ‘ফ্র্যাঞ্চাইজ পার্টনার’ হলো বন্ধুসভা

রাজধানীর বনানীতে শিখো কার্যালয়ে বন্ধুসভা ও শিখোর প্রতিনিধিদলছবি: বন্ধুসভা

দেশের অন্যতম এডটেক প্ল্যাটফর্ম শিখোর নতুন প্রকল্প ‘ফ্যাঞ্চাইজ পার্টনার’-এর সঙ্গে যুক্ত হলো বন্ধুসভা। ৮ আগস্ট ঢাকার বনানীতে শিখোর প্রধান কার্যালয়ে এক বৈঠকে উভয় পক্ষ এ বিষয়ে একমত হয়। প্রাথমিকভাবে ফ্র্যাঞ্চাইজ পার্টনার হিসেবে দেশের বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি বন্ধুসভার ৭০ জনের বেশি বন্ধু তালিকাভুক্ত হয়েছেন। পার্টনার হিসেবে বন্ধুরা তাঁদের নির্ধারিত অঞ্চলে শিখোর বিভিন্ন কোর্স ও প্রোডাক্ট বিশেষ ছাড়মূল্যে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবেন। এর মাধ্যমে প্রতিটি ফ্র্যাঞ্চাইজ পার্টনার একজন শিক্ষা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন।

১২ থেকে ১৫ আগস্ট অনলাইনে তালিকাভুক্ত বন্ধুদের নিয়ে চার দিনব্যাপী একটি স্কিল ডেভেলপমেন্ট কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার প্রথম তিন দিন তরুণদের দক্ষ ‘শিক্ষা উদ্যোক্তা’ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। সেখানে শিখোর উন্নতমানের শিক্ষা উপকরণ দেশের প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য ও উদ্দেশ্য, সফল শিক্ষা উদ্যোক্তা হয়ে ওঠার নির্দেশিকা, শিখো ফ্র্যাঞ্চাইজ পার্টনার প্রোগ্রাম এবং এর মাধ্যমে আয়ের সুযোগ ও সম্ভাবনা, লেনদেন করার প্রক্রিয়া এবং বিক্রয়দক্ষতা বৃদ্ধির কৌশল ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ পান বন্ধুরা। চতুর্থ দিন একটি মূল্যায়ন পরীক্ষা নেওয়ার মাধ্যমে কর্মশালাটি শেষ হয়। মূল্যায়নের মধ্য দিয়ে নির্দিষ্টসংখ্যক বন্ধুকে ফ্র্যাঞ্চাইজ পার্টনার হিসেবে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে।

কর্মশালায় প্রশিক্ষণ হিসেবে ছিলেন শিখোর সেলস এক্সপেরিয়েন্সের সিনিয়র ম্যানেজার জামিল আহমেদ, জোনাল বিজনেস ডেভেলপমেন্ট কনসালট্যান্ট জামিনুর ইসলাম, প্রোজেক্ট ম্যানেজমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যায়িদ রহমান এবং রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিংয়ের সিনিয়র এক্সিকিউটিভ সাবিহা আফরিন দৃষ্টি।

ইতিমধ্যে বন্ধুরা শিক্ষার্থীদের কাছে শিখোর মানসম্মত শিক্ষা উপকরণগুলো পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন। উদ্যোগটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ কার্যক্রমের মধ্য দিয়ে বন্ধুরা উপার্জনের সুযোগ, সার্বিক দক্ষতা বৃদ্ধির জন্য শিখোর বহুব্রীহি প্ল্যাটফর্মের কোর্সে অ্যাকসেস ও সফল শিক্ষা উদ্যোক্তা হয়ে ওঠার জন্য বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা ফ্র্যাঞ্চাইজ পার্টনারদের কাছ থেকে তুলনামূলক অধিক ছাড়ে যেকোনো কোর্সে ভর্তি হতে পারবেন। পাশাপাশি নিজ এলাকায় বসেই দেশসেরা শিক্ষকদের কাছ থেকে যেকোনো বিষয়ের সমাধান ও সহায়তা পাবেন শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে বন্ধুসভার জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘শিখোর সঙ্গে আমাদের এই উদ্যোগ সারা দেশের বন্ধুদের আরও উজ্জীবিত করবে। নিজ এলাকায় স্বেচ্ছাসেবার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার পথে এই উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে।’

শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহীর চৌধুরী বলেন, ‘বন্ধুসভার সঙ্গে এই উদ্যোগ আমরা ব্যবসায়িকভাবে বিবেচনা করছি না। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য শিখো নতুন এই কার্যক্রম গ্রহণ করেছে। পাশাপাশি সারা দেশে শিক্ষার্থীরা সেরা মানের শিক্ষকদের কাছ থেকে ঘরে বসেই যেন শিক্ষালাভ করতে পারে, সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য। পর্যায়ক্রমে সারা দেশের সব বন্ধুসভার বন্ধুকে এই কার্যক্রমে যুক্ত করতে চাই।’