সৈয়দপুরে বন্ধুদের ভুরকাভাত ও আনন্দ আড্ডা

অনুষ্ঠানে সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

রংপুরের আঞ্চলিক ভাষায় পিকনিক বা বনভোজনকে বলা হয় ভুরকাভাত। কিছু সময়ের জন্য উচ্ছ্বাসের আনন্দে হারিয়ে যেতে বন্ধুদের নিয়ে ভুরকাভাতের আয়োজন করেছে সৈয়দপুর বন্ধুসভা। ২৫ ডিসেম্বর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর উচ্চবিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

সৈয়দপুরে বন্ধুদের ভুরকাভাত
ছবি: বন্ধুসভা

এদিন বেলা ১১টা থেকে একে একে বন্ধুদের আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে সৈয়দপুর হাইস্কুল প্রাঙ্গণ। একদিকে রান্নার আয়োজন চলে, অন্যদিকে বন্ধুরা মেতে ওঠেন আনন্দে-উল্লাসে। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় বালিশ খেলা, বল নিক্ষেপ ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা। বালিশ খেলায় চ্যাম্পিয়ন হন লাবিব, বল নিক্ষেপে সৃষ্টি, মেয়েদের ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন শ্রাবণী এবং রানার্সআপ জেসমিন, ছেলেদের ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন সাবেক সাধারণ সম্পাদক দলের পক্ষে আহসান হাবিব ও আবুজার এবং রানার্সআপ হন সাবেক সভাপতি দলের পক্ষে আসাদ ও নিলয়।

খেলাধুলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী হয়। গান পরিবেশন করেন সৈয়দপুর বন্ধুসভার বন্ধু সিফাত-ই নুশরাত, তাপস রায়, সৃষ্টি, লাবিব, ছোট বন্ধু তীর্থ কল্যাণ রায় প্রমুখ। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, সাইফুল ইসলাম, শাহাজাদী বেগম, হোসনে আরা লিপি, আহমেদা ইয়াসমিন ইলা প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক, সৈয়দপুর বন্ধুসভা