জবি বন্ধুসভার পাঠচক্রে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

পাঠচক্রে উপস্থিত বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপর পাঠচক্র করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্তত ৩০ জন বন্ধুর অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইবরাহীম খলিল। তিনি অসমাপ্ত আত্মজীবনীর সারাংশ আলোচনা করেন। এ ছাড়া বন্ধুসভার বন্ধুদের পড়াশোনা, ক্যারিয়ার ও ভালো কাজে সম্পৃক্ত হওয়ার নানান উপায় ও দিকনির্দেশনা দিয়ে চমৎকার একটি সেশন নেন।

বুক রিভিউ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের বই উপহার দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

সেশন ও পাঠচক্র–পরবর্তী সময়ে একটি বুক রিভিউ প্রতিযোগিতা রাখা হয়। যেখানে উপস্থিত বন্ধুরা বইয়ের সামগ্রিক রিভিউ করেন সামনে গিয়ে। পাশাপাশি কুইজ প্রতিযোগিতা ছিল।

সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা