একজন আবির হাসান: শিল্পের বহুমাত্রিক কারিগর

আবির হাসানছবি: সংগৃহীত

আবির হাসান একাধারে সাংবাদিক, সাহিত্যিক, অনুবাদক ও কবি ছিলেন। কৈশোরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিদেশি সাংবাদিকদের ‘গাইড’ হিসেবে কাজ করেন। তারুণ্যে ফিলিস্তিন, চাঁদ, পূর্ব তিমুর ও ফিজিতে কখনো যোদ্ধা, কখনো সাংবাদিক হিসেবে কাজ করেছেন।

স্মরণসভায় অংশ নেওয়া গাজীপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

৭ জুলাই আবির হাসান ইহজাগতিক মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছেন পরলোকে। আমাদের জন্য রেখে যান সাহিত্যের এক অপার খনি। ২৩ জুলাই গাজীপুর মেট্রোপলিটন কলেজে তাঁর স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন গুণীজন লিয়াকত চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান আসিম বিভাকর।

সেখানে উপস্থিত ছিলেন আবির হাসানের ভগ্নি ও কন্যা। গাজীপুরের কবি–সাহিত্যিকদের মধ্যে ছিলেন রিপন বাশার, মেজবাহ উদ্দিন, মাধব মন্ডল প্রমুখ। বক্তারা আবির হাসানের কর্মজীবন ও সাহিত্যিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও স্মৃতিচারণা করেন। গাজীপুর বন্ধুসভার সভাপতি ইমরান আকন্দ ও সাধারণ সম্পাদক নাঈমা সুলতানার নেতৃত্বে বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা