বসন্তে তবু প্রণয়, বসন্তে তবু বিরহ

বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন উপলক্ষে নোয়াখালী বন্ধুসভার বসন্ত আড্ডাছবি: বন্ধুসভা

পৌষের বিদায়ী মৃদু ঠান্ডা, ঝিরিঝিরি মোহময় বাতাস বইছে। একটি চমৎকার ঝলমলে দিনের শেষে ডুবু ডুবু সূর্য। বসন্তের এমনই এক লগনে নিজস্ব ঠিকানায় চমৎকার একটি আড্ডায় মেতে ওঠেন নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা।

বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি বিকেলে নোয়াখালী জেলা শহরের টাউন হল মোড় প্রথম আলো অফিসে ‘বসন্ত আড্ডা’ আয়োজন করেন বন্ধুরা। বিভিন্ন লেখা উপস্থাপন, কবিতা আবৃত্তি, হাস্যরস ও গল্পে জমজমাট হয়ে ওঠে পরিবেশ। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তাজকির হোসেন।

শুরুতেই বসন্তের আগমনী বার্তা দিয়ে শুভেচ্ছা আদান-প্রদান ও পরিচয় পর্ব শেষ করেন বন্ধুরা। তারপর শুরু হয় সাংস্কৃতিক উপস্থাপনা। পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাহিদা রেশমি আবৃত্তি করেন কবি নির্মলেন্দু গুণের ‘বসন্ত বন্দনা’ কবিতাটি। সাংগঠনিক সম্পাদক সানি তামজিদ আবৃত্তি করেন ‘বসন্ত নয় অবহেলা’ কবিতা।

যুগ্ম সাধারণ সম্পাদক তাজকির হোসেন স্মৃতিচারণা করেন কলেজের দিনের বসন্তের দিনগুলোর কথা। তিনি বলেন, ‘বসন্তে যেমন প্রণয়ের সূত্রপাত হয়, তেমনি বিরহেরও দেখা মেলে। প্রকৃতি থেকেও বোঝা যায় জীবনের উত্থান-পতন। পৌষে যেমন শীতের নির্জীবতা, রুক্ষতা গ্রাস করে, সমস্ত পরিবেশ ও গাছপালা শুকিয়ে যায়; তেমনি মানুষের জীবনেও বিভিন্ন দুর্বিষহ মুহূর্তের আবির্ভাব ঘটে। বসন্তের আগমনে যেমন প্রকৃতি পুনরায় নিজের চিরসজীব রূপে ফিরে আসে, তেমনি জীবনের বিভিন্ন কঠিন মুহূর্ত পেরিয়ে নতুন করে আবার পথচলা শুরু করতে হয়।’