ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার উদ্যোগে আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট
আন্তবিভাগ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা। ২১ মে শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হয় ১ জুন। অনুষ্ঠিত হয় রাজধানীর উত্তরায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে।
টুর্নামেন্টে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৯টি বিভাগ দুটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করে। একটি গ্রুপে চারটি দল ও অপর গ্রুপে ছিল পাঁচটি দল। গ্রুপ পর্বের প্রতি ম্যাচে ৮ ওভার করে ব্যাটিং করার সুযোগ পায় প্রতিটি দল। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হয় ১০ ওভার করে।
২১ মে টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য এম নুরুল হাসানসহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও শিক্ষকেরা। ওই দিন বেলা ১১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইংরেজি বিভাগ।
১ জুন ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আইন বিভাগ। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২২৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিংয়ে নেমে ২ ওভার হাতে রেখেই ২২৬ রান করে ম্যাচ জিতে নেয় আইন বিভাগ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান চৌধুরী বলেন, ‘এই আয়োজনের সুবাদে মাঠে এসে আমার ছাত্রজীবনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমিও ছাত্রজীবনে খেলাধুলায় বেশ সক্রিয় ছিলাম। নানা রকম খেলাধুলার সঙ্গে সংযুক্ত ছিলাম। খেলাধুলা আমাকে আনন্দিত করত।’
শিক্ষার্থীদের উদ্দেশে আবদুল মান্নান চৌধুরী বলেন, ‘তোমরা তোমাদের ছাত্রজীবনে অবশ্যই খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে। খেলাধুলা মনের বিকাশের পাশাপাশি দেহের সুবৃদ্ধি সাধন করে। তোমাদের এই আয়োজন সফল হোক।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কোষাধ্যক্ষ মোরশেদা চৌধুরী, ওয়ার্ল্ড স্কুল অব বিজনেসের বিভাগীয় প্রধান সেলিম আহমেদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার জাকি ইমাম, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাইফুল্লাহ সাদেক, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক সায়মন চৌধুরী ও ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি মাহমুদা বুশরা। সর্বশেষ অতিথিরা বিজয়ী এবং রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করেন।
সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা