ড্যাফোডিল বন্ধুসভার ‘শারদীয় সৌহার্দ্য’

বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দেন ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১০টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে ড্যাফোডিল বন্ধুসভা। ২৩ অক্টোবর ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।

ড্যাফোডিল বন্ধুসভার ‘শারদীয় সৌহার্দ্য’
ছবি: বন্ধুসভা

এদিন আশুলিয়ার দত্তপাড়া, পাড়াগ্রাম এবং সাধুপাড়ায় ১০টি দরিদ্র পরিবারকে চাল, ডাল, চিনি, লবণ, আটা, তেল, হলুদ, মরিচ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেন বন্ধুরা। বন্ধুদের নিজস্ব অর্থায়নে ‘শারদীয় সৌহার্দ্য’ কর্মসূচির ব্যানারে সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোর জন্য এই উদ্যোগ।

উপহারসামগ্রী পেয়ে এক বৃদ্ধা খুশি হয়ে বলেন, ‘আমার কেউ নাই বাবা। আমার এই হাতটা ভাঙা; কামকাজ করতে পারি না। আইজ নবমী, কিন্তু ঘরে কোনো খাবার নাই। তোমাগো ধন্যবাদ। মা দুগ্গা তোমাগো কল্যাণ করুক।’

পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা