ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা

খুলনা বন্ধুসভার আলোচনা সভা
ছবি: বন্ধুসভা

‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সমাজসংস্কারক। তৎকালীন নিষ্ঠুর ও অমানবিক সামাজিক রীতিনীতির বদ্ধমূলে কুঠারাঘাত করে তিনি সমাজ সংস্কারের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অভাবনীয়,’ বলছিলেন প্রফেসর তুহিন রায়।

২৯ সেপ্টেম্বর প্রথম আলোর খুলনা অফিসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর জন্মদিন ছিল ২৬ সেপ্টেম্বর।

বিকেল পাঁচটায় শুরু হওয়া এ সভায় আরও বক্তব্য দেন খুলনা বন্ধুসভার রিশিতা আক্তার ও আমেনা আক্তার। সংগীত পরিবেশন করেন সাংগঠনিক সম্পাদক সুদীপ কুমার ও ম্যাগাজিন সম্পাদক জহিরুল ইসলাম। সঞ্চালনা করেন দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মো. রহমাতুল্লাহ।

সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা