শরীয়তপুর বন্ধুসভার ভালো কাজ
বেদেপল্লিতে মানসিক স্বাস্থ্য, শিক্ষা ও জনস্বাস্থ্যবিষয়ক কর্মশালা
শরীয়তপুর সদর উপজেলার মুন্সিরহাট এলাকায় কীর্তিনাশা নদীর তীরে ৩০ বছর আগে বসতি গড়েছে বেদে জনগোষ্ঠী। ২৫০টি পরিবারের বসবাস এ পল্লিতে। সেখানে কোনো বিদ্যালয় নেই। শিশুরা থাকছে শিক্ষাবঞ্চিত। পল্লির বাসিন্দাদের জনস্বাস্থ্য সচেতনতা না থাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। মানসিক স্বাস্থ্য পরিচর্যা ও সচেতনতা না থাকায় প্রতিনিয়ত নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ ও অশান্তি লেগেই থাকে।
বেদেপল্লির বাসিন্দাদের সচেতন করতে তাদের নিয়ে মানসিক স্বাস্থ্য, শিক্ষা ও জনস্বাস্থ্যবিষয়ক কর্মশালা করেছে শরীয়তপুর বন্ধুসভা। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রুপম। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ উদ্যোগ।
কর্মশালায় শরীয়তপুর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. শাহিন সরকার বলেন, ‘আপনাদের সন্তানেরা শিক্ষার ক্ষেত্রে তেমন সুযোগ পাচ্ছে না। তাদের শিক্ষা গ্রহণে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। এর আগে আমরা এখানে শিক্ষা উপকরণ বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
সাইকো সোশ্যাল কাউন্সেলর মৌটুসি বলেন, শিশু ও সবার জীবনে মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। মেধার বিকাশে সবাইকে মনোসামাজিক সেবা গ্রহণ করা জরুরি।
বন্ধুসভার সাধারণ সম্পাদক তামিম হোসেন বলেন, ‘এখানকার শিশুরা শিক্ষার দিক থেকে খুবই পিছিয়ে। তাই আমরা এখানে নিয়মিত শিখন কার্যক্রম পরিচালনা করি।’
শরীয়তপুর বন্ধুসভার সভাপতি সেলিম ঢালী বলেন, ‘স্যানিটেশনের ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হওয়া প্রয়োজন। টয়লেট ব্যবহারের পর ও খাবার গ্রহণের আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে। বিশুদ্ধ খাওয়ার পানি পান করতে হবে। কারণ, প্রতিবছর পানিবাহিত রোগে অনেক লোক মারা যাচ্ছে। আমাদের ভালো কাজের এই প্রচেষ্ট চলমান থাকবে।’
প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ বলেন, বেদেপল্লির জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বন্ধুসভার উদ্যোগ চলমান থাকবে।
সহসভাপতি, শরীয়তপুর বন্ধুসভা