আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধুসভা। ৮ মার্চ এটি অনুষ্ঠিত হয়। নারীর ক্ষমতায়ন ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কুইজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের নারী অধিকার, নারীদের ঐতিহাসিক অবদান ও সমতা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন গোবিপ্রবির শিক্ষার্থী শাপলা খাতুন, রিপন হোসাইন ও আবদুল্লাহ আবিদ। বিজয়ীদের বিশেষ পুরস্কার ও সনদ দেওয়া হয়।
গোবিপ্রবি বন্ধুসভার সভাপতি সালমান হোসেন বলেন, ‘নারী দিবস শুধু উদ্যাপনের নয়, বরং এটি নারীর ক্ষমতায়ন ও সম–অধিকার নিশ্চিত করার অঙ্গীকারের দিন। এ কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে নারীর প্রতি শ্রদ্ধা ও সচেতনতা বাড়াতে চেয়েছি।’
প্রচার সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা