ভাষার মাস উপলক্ষে শিশুশিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। ১ ফেব্রুয়ারি সদর উপজেলার পাঙ্গাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৫০ শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. আবদুল মজিদ। তিনি বলেন, ‘এমন শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের মেধাবিকাশে অবদান রাখবে।’
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আশামনি বলে, ‘আমরা গ্রামে পড়ালেখা করি দেখে এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি না। প্রথম আলো বন্ধুসভা আমাদের স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে আমরা অনেক খুশি।’
এ সময় উপস্থিত ছিলেন পাঙ্গাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা খাতুন, আশা রজনীগন্ধা শিক্ষাকেন্দ্রের শিক্ষক আমিনা খাতুন, আরিফা খাতুন, সিরাজগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি রাসেল আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেসমিন রহমান, প্রচার সম্পাদক মুনতাহ মুন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক আনেন নাইমসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা