শিশুশিক্ষার্থীদের মধ্যে পিরোজপুর বন্ধুসভার শিক্ষা উপকরণ বিতরণ

শিশুশিক্ষার্থীদের মধ্যে পিরোজপুর বন্ধুসভার শিক্ষা উপকরণ বিতরণ
ছবি: বন্ধুসভা

পিরোজপুরে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র শিশুদের মধ্যে লেখাপড়ায় আগ্রহ বাড়াতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে পিরোজপুর বন্ধুসভা। ৩০ অক্টোবর বিকেলে সদর উপজেলার সি আই পাড়া, নামাজপুর, কদমতলা ও লাহুরি গাজীপুর গ্রামের ২০ জন দরিদ্র শিশুর মধ্যে এগুলো বিতরণ করা হয়।

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বন্ধুদের বিতরণ করা শিক্ষা উপকরণের মধ্যে ছিল শিশুতোষ নানা ধরনের বই, খাতা, কলম, পেনসিল, রাবার ইত্যাদি।

শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিশু সাদিকুরের মা ফুলজান বেগম বলেন, ‘বাচ্চাগো পড়াইতে অনেক কিছু লাগে। বই-খাতার এখন অনেক দাম। আপনারা যে রুল আর খাতা দেছেন, তাতে আর অনেক দিন কেনা লাগবে না।’

পিরোজপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক সাজেদা আক্তার বলেন, ‘আমরা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ দিয়েছি। শিশুদের পড়ালেখার বিষয়ে তাদের পরিবারকেও পরামর্শ দেওয়া হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর বন্ধুসভার সভাপতি শাফিউল মিল্লাত, সাধারণ সম্পাদক সাজেদা আক্তার, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, অর্থ সম্পাদক তামান্না মোসলেম, দপ্তর সম্পাদক মো. রাম্মানসহ অন্যরা।

সভাপতি, পিরোজপুর বন্ধুসভা