প্রজন্ম বাঁচাতে, দেশকে রক্ষা করতে বৃক্ষের গুরুত্ব অভাবনীয়
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে ব্র্যাকের সহযোগিতায় বৃক্ষ রোপণ করে নীলফামারী বন্ধুসভা। ১৫ সেপ্টেম্বর রোববার নীলফামারী সরকারি কলেজ, নীলফামারীর ক্যাডেট একাডেমি ও স্মার্ট চাইল্ড কেয়ার স্কুলে পাঁচ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ ও উপহার দেওয়া হয়। এ ছাড়া নীলফামারী বন্ধুসভার নিজস্ব অর্থায়নে দেশকে পরিবেশ দূষণ ও রক্ষার তাগিদে মোড়াল সংঘ মোড়সহ, অগ্রযাত্রা শিশুবিকাশ স্কুলে তিন শতাধিক ফলদ, শোভাবর্ধন ও ঔষধি গাছ রোপণ ও বিতরণ করা হয়।
নীলফামারী ক্যাডেট একাডেমির অধ্যক্ষ মো. জোবাইয়ের হোসেন বলেন, ‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়টি আমাদের প্রতিনিয়ত ভাবাচ্ছে। দেশের প্রতিটি মানুষ প্রতিবছর বর্ষা মৌসুমে একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তবেই আমরা সমাধান পেতে পারি।’
নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবী আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বৃক্ষের গুরুত্ব অপরিহার্য, তা বলে শেষ করা যাবে না। একটি গাছকে রোপণ করে সন্তানের মতো যত্ন নিয়ে বড় করতে হবে। তবেই গাছটির গুরুত্ব ও উপকারিতা বোঝা যাবে। ব্র্যাকের সহযোগিতায় আজকের গাছগুলো আমাদের সমাজে ভালো একটি আলোড়ন সৃষ্টি করুক।’
নীলফামারী বন্ধুসভার সহসভাপতি নিপুন রায় আরও বলেন, ‘প্রতিনিয়ত গাছ আমাদের উপকারে আসছে। অক্সিজেন, ছায়া ও বাতাস নিচ্ছি। আমাদের কর্মব্যস্ততায় গাছ লাগানোর কথা ভুলেই যাচ্ছি দিন দিন; বরং জীবন নির্বাহের কাজে বন–জঙ্গল ধ্বংস করেই চলেছি। এসব চিন্তা চেতনায় নীলফামারী বন্ধুসভার বন্ধুরা সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন স্তরের মানুষকে সচেতনতা বৃদ্ধি ও ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতার বীজ বুনে চলেছে। রোপিত চারা গাছগুলোর রক্ষণাবেক্ষণের বিষয়টি সবার মধ্যে তুলে ধরেন।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বী শাহ্, সহ কার্যনির্বাহী সদস্য পায়েল রায়, রাইসুল ইসলাম রানা, সায়েদ ইসলাম ।
সহসভাপতি, প্রথম আলো বন্ধুসভা নীলফামারী