‘সবার আগে ভালো মানুষ হতে হবে’

কিশোরগঞ্জ বন্ধুসভার বৈঠকছবি: বন্ধুসভা

‘বন্ধুসভা এমন একটি সংগঠন, যেখানে তোমরা নিজেদের বিকাশ ও সমৃদ্ধি ঘটাতে পারবে। এটা কারও চাকরি নয়, সবাই ভালো লাগা থেকে কাজ করবা। সবার আগে ভালো মানুষ হতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে।’ ২০ জানুয়ারি কিশোরগঞ্জ বন্ধুসভার বছরের প্রথম বৈঠকে বন্ধুদের উদ্দেশে এ কথা বলেন প্রথম আলোর প্রতিনিধি তাফসিলুল আজিজ।

জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকার এক স্টুডিওতে বৈঠক অনুষ্ঠিত হয়। পরিচয় পর্বের পর আগামী দিনের নানা কার্যক্রম নিয়ে আলোচনা করেন বন্ধুরা।

কিশোরগঞ্জ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সভাপতি মোস্তাফিজ মারুফ বলেন, ‘এবার আমার ওপর বন্ধুসভার গুরুদায়িত্ব। বন্ধুসভায় আমার ছয় বছরের অভিজ্ঞতা কাজে লাগাব। গত কমিটিগুলোতে যে ত্রুটি ছিল, সেগুলো সংশোধন করে সবাইকে নিয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাব।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা লূৎফুন্নেছা চিনু, সাধারণ সম্পাদক নুসরাত জাহান, সহসভাপতি রফিক আহমেদ, দপ্তর সম্পাদক তুষার ইমরান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাজেদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আফজাল আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক আশিষ বিশ্বাস, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক মায়মুনা ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক রায়হান সিদ্দিক, ম্যাগাজিন সম্পাদক আনিকা নিধি, কার্যনির্বাহী সদস্য সুরাইয়া মনি, রেহনূর হক, সাঈদ আল ফাহাদ, তাহফিম বিন আজিজসহ অন্য বন্ধুরা।

স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক, কিশোরগঞ্জ বন্ধুসভা