ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ইফতার
বন্ধুসভার বন্ধুদের অংশগ্রহণে ইফতার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের শহীদ জহুরুল হক হল অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
ইফতারে অংশগ্রহণ করেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মাহবুব পারভেজ, মোহাম্মদ আলী ফিরোজ, দপ্তর সম্পাদক তৌহিদ ইমাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিব হাসান, ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি মাহমুদা মুহসিনা বুশরাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।
শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আনমুন জেসমিন। আনমুন জেসমিন বলেন, ‘প্রতিবছরই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ছোট পরিসরে রমজান মাসে ইফতার আয়োজন করে থাকে। এ বছর আমরা একটু গুছিয়ে অনুষ্ঠানটি করার চেষ্টা করেছি।’