‘যার যোগ্যতা আছে, মেধা–বুদ্ধি আছে, সে এগিয়ে যাবেই’

খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিপিএ-৫–প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাসছবি: বন্ধুসভা

বৃষ্টিমুখর সকালে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খুলনা জেলা শিল্পকলা একাডেমি চত্বর কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণে মুখর হয়ে ওঠে। অনেক দিন পর একসঙ্গে হতে পেরে আনন্দে মেতে ওঠে তারা। কেউ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে, কেউবা সেলফিতে। তাদের হাতে স্ন্যাকস ও উপহারসামগ্রী তুলে দেন খুলনা বন্ধুসভার বন্ধুরা।

১২ জুলাই খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫–প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম শিখো এবং প্রথম আলোর যৌথ আয়োজনে খুলনার বিভিন্ন উপজেলার ১ হাজার ৪৭৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের বসার জন্য হল রুমের বাইরে চেয়ার এবং ডিজিটাল পর্দার ব্যবস্থা করা হয়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়
ছবি: বন্ধুসভা

সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। খুলনা বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য এম. এম. মাসুম বিল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম মণ্ডল। ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা বন্ধুসভার সভাপতি অধ্যাপক তুহিন রায়। এরপরই খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দশজন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষা বিস্তার ও শিক্ষার মান সংরক্ষণে গণমাধ্যম এগিয়ে আসছে, এটা খুবই ভালো উদ্যোগ। আমি মনে করি, যার যোগ্যতা আছে, মেধা–বুদ্ধি আছে, সে এগিয়ে যাবেই। এটাই সভ্যতার ধর্ম।’

অতিথিদের মধ্যে আরও বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ ও খুলনা বন্ধুসভার উপদেষ্টা শেখ আল এহসান।

আনন্দের মুহূর্তকে ধরে রাখার চেষ্টা তাদের
ছবি: বন্ধুসভা

সাংস্কৃতিক পর্বে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে অনেকে গান ও কবিতা আবৃত্তি করেন। ঢাকা থেকে আগত শিল্পী রুপমের জাদুকরী কণ্ঠে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে। সার্বিক ব্যবস্থাপনায় ছিল খুলনা বন্ধুসভা।

বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বন্ধুসভার উপদেষ্টা মোর্তজা আহমেদ, অমিত সরদার, সুদীপ কুমার কুন্ডু, রুহুল আমিন, নুরুন্নবী, সহসভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আশফিক আহমেদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ, দপ্তর সম্পাদক ফারজানা জুথি, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ফারজানা আক্তার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আলফি শাহরিন, প্রচার সম্পাদক ইমন মিয়া, বন্ধু তুহিন বাওলিয়া, সাকিব রেজা, অনির্বাণ সরকার, নওশিন ইসলাম, আক্তারুল ইসলামসহ অন্যান্য বন্ধুরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা