নোয়াখালী বন্ধুসভার সাংগঠনিক বৈঠক ও ইফতার–সন্ধ্যা

নোয়াখালী বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

‘রমজান মাস ইবাদতের মাস। আল্লাহর আনুগত্য লাভের মাস। দীর্ঘ সময় অপেক্ষার পর সৌভাগ্যক্রমে পাওয়া হয় এই কাঙ্ক্ষিত মুহূর্তগুলো। এই বিশেষ মাসে বিশেষ সময়ে সবাই একত্র হয়ে ইফতার করতে পারায় অন্য রকম ভালো লাগা কাজ করে। এই ধারা অব্যাহত থাকুক সব সময়,’ নোয়াখালী বন্ধুসভার সাংগঠনিক বৈঠক ও ইফতার–সন্ধ্যায় এ কথা বলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান।

রমজান মাসকে কেন্দ্র করে দেশজুড়ে আয়োজিত হয় নানা রকম কর্মসূচি। এরই ধারাবাহিকতায় প্রতিবারের মতো নোয়াখালী বন্ধুসভা আয়োজন করে ‘সাংগঠনিক বৈঠক ও ইফতার–সন্ধ্যা ২০২৫’। সভাটি অনুষ্ঠিত হয় ১৫ মার্চ নোয়াখালী প্রেসক্লাবের সম্মেলনকক্ষে। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শিমুল।

বন্ধু আসিফ আহমেদ বলেন, সংগঠনের চালক পদানুসারে সভাপতি ও সাধারণ সম্পাদক হলেও সংগঠন এগিয়ে নিতে একজোট হয়ে কাজ করতে হবে সব বন্ধুকে। তবেই সফল হবে ভবিষ্যৎ কাজগুলো।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল কাইয়ুম মাসুদ বলেন, ‘বন্ধুসভা পরিবার সব সময় আমার কাছে আস্থাভাজন এবং প্রিয় সংগঠন ও পরিবার। ইফতারের আয়োজনে উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছে। শিক্ষার্থীরা যে ভালো কাজের ধারা অব্যাহত রাখার জন্য এমন সুন্দর প্ল্যাটফর্মে নিজেকে ধরে রাখছে, সেটা আসলেই প্রশংসনীয়।’

নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা সুমন নূর বলেন, বরকতময় রমজান মাসের একটি দিনে একটি বিশেষ মুহূর্তে সবাই একত্র হতে পারা ভাগ্যের ব্যাপার। সবার জন্য শুভকামনা থাকবে সব সময়। সবার সুন্দর কর্মপ্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যাবে প্রথম আলোর পাঠক সংগঠন নোয়াখালী বন্ধুসভা, এগিয়ে যাবে সমাজ ও রাষ্ট্রব্যবস্থা।

সভায় সভাপতি উম্মে ফারহিন আগামীর পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা করেন। স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘সবার সহযোগিতায় চেষ্টা করেছি ভালো কিছু করার।’

নোয়াখালী বন্ধুসভার বন্ধুদের ইফতার
ছবি: বন্ধুসভা

প্রশিক্ষণবিষয়ক সম্পাদক জাহিদুল হাসান বলেন, ‘নিজ জায়গা থেকে কাজ করার পাশাপাশি সংগঠনকে এগিয়ে নিতে আমাদের বন্ধুদের আন্তসম্পর্ক দৃঢ় রাখতে প্রতিনিয়ত যোগাযোগ ও কাউন্সেলিং খুবই প্রয়োজন।’

আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজের রহমান, নিলয় মিলন; যুগ্ম সাধারণ সম্পাদক তাজকির হোসেন; সহসাংগঠনিক সম্পাদক আরাফাত শিহাব; পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাহিদা রেশমি; দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহিদুল ইসলাম; দপ্তর সম্পাদক নয়ন চন্দ্র কুরী; মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ওয়ালিদ সালেহীন; তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক নাফিস আহমেদ; বইমেলা সম্পাদক সাইফুল শিহাব; কার্যনির্বাহী সদস্য জুনাইন জিহানসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা