বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালন

পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পাকিস্তান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে চাকরি করতেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। যুদ্ধ শুরু হলে ১৯৭১ সালের জুলাই মাসে তিনি পাকিস্তানের শিয়ালকোট থেকে ভারতে যান। পরে তিনি ৭ নম্বর সেক্টরের মেহেদীপুর সাবসেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হন এই বীর সন্তান।

মহিউদ্দিন জাহাঙ্গীরের আওতাধীন এলাকা ছিল চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, কলাবাড়ী, সোবরা, কানসাট ও বারঘরিয়া এলাকা। তিনি শহীদ হওয়ার পরদিন চাঁপাইনবাবগঞ্জ মুক্ত হয়। গতকাল বুধবার পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে এই বীরশ্রেষ্ঠের শাহাদাতবার্ষিকী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা।

সকাল আটটায় জেলা শহরের শেষ প্রান্তে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা সেতু) পাশে তাঁর শাহাদাতস্থলে নির্মিত স্মৃতিসৌধে এসে জড়ো হন বন্ধুরা। সাড়ে আটটায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত দোয়ায় অংশ নেন বন্ধুরা। আলোচনা সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান এবং সভাপতি আলী উজ্জামান নূর। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি নাহিদুল হক, সাধারণ সম্পাদক আরাফাত মিলেনিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, অর্থ সম্পাদক সাঈদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানসহ অন্য বন্ধুরা।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা