‘দ্য আলকেমিস্ট’ এক মেষপালক তরুণের স্বপ্ন ছোঁয়ার কাহিনি

জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

পাওলো কোয়েলহো রচিত ‘দ্য আলকেমিস্ট’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ১৬ ফেব্রুয়ারি বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরপাড়ে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই বন্ধু ফাহিম মোনায়েম বইটির ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন। স্পেনের এক মেষপালক তরুণের স্বপ্নপূরণের কাহিনি মুগ্ধ হয়ে শুনতে থাকেন উপস্থিত বন্ধুরা। কেউ যখন কায়মনোবাক্যে কিছু চায়, সারা দুনিয়া তাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে।

‘আমরা সবাই স্বপ্নের পেছনে ছুটতে পারি না। ধৈর্যের অভাব, সাহসের অভাব আমাদের ছুটতে দেয় না। এই বই আমাদের স্বপ্নের পেছনে দৌড়ানোর অনুপ্রেরণা জোগায়। নিজেদের ভেতর চিনতে সাহায্য করে,’ বলেন বন্ধু রাসেল মিয়া।

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা লাঞ্জু ভাই পাঠচক্রের গুরুত্ব সম্পর্কে বলেন, ‘আমাদের ব্রেনকে সচল রাখার জন্য পাঠচক্রের বিকল্প নেই। এটি আমাদের নিয়মিত জ্ঞানচর্চার অভ্যাসকে বজায় রাখতে সহায়তা করে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মহসিন কাকন, সভাপতি ডা. জাকারিয়া জাকি, সহসভাপতি সাখাওয়াত হোসেন, ডা. কাভি সেকান্দার, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কানিজ ফাতেমা, আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, অর্থ সম্পাদক মো. হিজবুল্লাহ, দপ্তর সম্পাদক সানি সিরাজ, প্রচার সম্পাদক তাহমিদ সাইফুল্লাহ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরুল ইসলাম, বন্ধু সাদিকুর রহমান, জান্নাতুল নাঈম, তানভীর আহমেদ, মাহমুদুল হাসান, রাকিবুর রহমান, শাকিল খন্দকার, আশরাফুন্নাহার স্নিগ্ধা, নাহিদুল হাসান, সোমাইয়া সরকার, তাসকিন মাহমুদ, জান্নাতুল নাইমা, জিনেদিন জিদান, ইমরান হোসাইন প্রমুখ।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, জামালপুর বন্ধুসভা