শুদ্ধ স্বরে জাতীয় সংগীত অনুশীলন

শুদ্ধ স্বরে জাতীয় সংগীত অনুশীলন কর্মসূচি
ছবি: বন্ধুসভা

জাতীয় সংগীত একটি দেশ বা জাতির আশা-আকাঙ্ক্ষা ও গৌরবের গান। এটি গাওয়ার নির্দিষ্ট রীতি রয়েছে। কিন্তু অনেকেই সেই রীতি জানেন না। আবার কেউ কেউ ভুল উচ্চারণও করে থাকেন। বন্ধুদের মধ্যে সেই ভুল সংশোধনের উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ বন্ধুসভা।

গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে শুদ্ধ স্বরে জাতীয় সংগীত অনুশীলন কর্মসূচি করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপক নাহিদ মণ্ডল।

প্রশিক্ষণে অংশ নেওয়া বন্ধুরা
ছবি: বন্ধুসভা

নাহিদ মণ্ডল আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণার্থীদের জাতীয় সংগীতের নানা বিষয় শেখান। বিশেষ করে শুদ্ধ স্বর, সঠিক সুর ও দাঁড়ানোর ভঙ্গি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন।

উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি সুব্রত কুমার, সহসভাপতি মেহেদী হাসান, তাহমিনা শেখ, সাবেক সভাপতি আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা