মায়ের হাতে তুলে দেওয়া বন্ধুসভার গাছ যেন একেকটি সন্তান

জেলার বিভিন্ন অঞ্চলে সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে ৫০১ জন মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে ফলদ, বনজ ও ভেষজ গাছের বিভিন্ন প্রজাতির চারাছবি: বন্ধুসভা

মা ও গাছের ছায়া সঞ্জীবনী শক্তি হয়ে আগলে রাখুক আমাদের আগামী ভবিষ্যৎ। ‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে সাতক্ষীরা বন্ধুসভা মায়ের জন্য ভালোবাসায় বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করল।

জেলার বিভিন্ন অঞ্চলে সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে ৫০১ জন মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে ফলদ, বনজ ও ভেষজ গাছের বিভিন্ন প্রজাতির চারা। সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলে।

সাতক্ষীরা সদরের রইচপুর গ্রামের নূরজাহান বেগম তার ছোট্ট শিশুসন্তানটি নিয়ে বাড়ির আঙিনায় কাঠবাদামের গাছ রোপণ করতে পেরে খুশি হয়ে বলেন, ‘এই প্রথম কোনো গাছের চারা নিজের হাতে রোপণ করলাম। কখনো সুযোগ হয়নি এভাবে গাছ লাগানোর।’ সাতক্ষীরা বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে তিনি জানান, গাছটিকে তিনি সন্তানের মতো পরিচর্যা করবেন।

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের গৃহবধূ কনিকা মণ্ডল বলেন, ‘আমাদের নারীদের কাজ হলো বাড়ির সব কাজ করা। গাছ তো লাগান আমাদের স্বামীরা। তাঁরাও কখনো গাছ লাগানোর জন্য বলেন না। এই প্রথম দেখলাম কেউ শুধু মায়েদের হাতে গাছ তুলে দিচ্ছে এবং সেটি মায়েদের হাতেই রোপণ ও পরিচর্যা করার জন্য বলছে। গাছ আমাদের অনেক কিছু দেয়; কিন্তু আমরা কখনো এভাবে ভাবিনি যে একটি গাছ আমরা লাগাব। সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। তোমাদের সবার জন্য শুভকামনা রইল।’

ছোট্ট শিশুসন্তানকে নিয়ে নূর জাহান বেগম গাছ রোপণ করছেন,পাশে বন্ধুসভার বন্ধু
ছবি: বন্ধুসভা

বন্ধুসভার বন্ধুরা বলেন, ‘মায়েদের হাতে গাছ তুলে দেওয়া এবং তাঁদের হাত দিয়ে গাছ লাগানোর কারণ হলো মায়েরা অনেক বেশি দায়িত্বশীল হন। তাঁদের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উপকারিতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে; যাতে তাঁরা তাঁদের পরিবার ও প্রতিবেশীদের এ বিষয়ে সচেতন করতে পারে। তা ছাড়াও ব্যক্তিগত ঊদ্যোগে নিজেদের ফাঁকা জায়গায় ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করতে উৎসাহিত হবেন।’

কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক ইমরুল তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার, ম্যাগাজিন সম্পাদক রুহুল আমিন, বইমেলা সম্পাদক মৃত্যুজয় সরকার, বন্ধু প্রতাপ সিং ও প্রিয়া মণ্ডলসহ অনেকে।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা