ঐতিহাসিক সোনাকান্দা দুর্গ পরিদর্শন ও কবিতা পাঠের আসর

সোনাকান্দা দুর্গে নারায়ণগঞ্জ বন্ধুসভার কবিতা পাঠের আসরছবি: বন্ধুসভা

সোনাকান্দা দুর্গ। এটি মোগল আমলে নির্মিত একটি জলদুর্গ। ১৬৫০ সালের দিকে তৎকালীন বাংলার সুবাদার মীর জুমলা কর্তৃক নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। দুর্গটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত। ১৬০০ শতকের দিকে জাহাঙ্গীরনগরকে (বর্তমান ঢাকা) বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে তিনটি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল। তারই একটি এই সোনাকান্দা দুর্গ।

ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। ১১ এপ্রিল বিকেলে বন্ধুরা সেখানে ঘুরতে যান এবং সোনাকান্দা দুর্গের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা করেন।

সোনাকান্দা দুর্গে নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুরা

পরিদর্শন শেষে বন্ধুরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সভাপতি নয়ন আহমেদ আখতারুজ্জামান আজাদের ‘চা পানের ইতিবৃত্ত’, সহসভাপতি জহিরুল ইসলাম স্বরোচিত ‘ঈদের খুশি’ ও সাধারণ সম্পাদক মৌন লাকি মোহাম্মদ জান্নাতুল ফেরদৌসের ‘ঠনঠনা ঠনঠন’ কবিতা আবৃত্তি করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ম্যাগাজিন সম্পাদক হাসান আহমেদ, বইমেলা সম্পাদক গাজী ওমর ফারুক, বন্ধু লিমা, আবির প্রমুখ।

অর্থ সম্পাদক, নারায়ণগঞ্জ বন্ধুসভা