গত ২৬ জুলাই ‘বছর পেরিয়ে জুলাই’ শিরোনামে প্রথম আলোর একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছিল। সেটি নিয়ে পাঠচক্রের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। ১ আগস্ট দিনাজপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
বন্ধু বিরোশ রায়ের সঞ্চালনায় শুরুতেই জুলাই শহীদের স্মরণ করা হয়। ‘বছর পেরিয়ে জুলাই’ শিরোনামে বিশেষ ক্রোড়পত্রটিতে গত এক বছরের অভিজ্ঞতার আলোয় ফিরে দেখা হয়েছে সেই মহা ঘটনাকে। তুলে ধরা হয়েছে মানুষের উত্তাল আন্দোলনের সফলতার পর পার হয়ে যাওয়া উত্থান–পতনময় ঘটনাবহুল একটি বছরের নির্মম সত্য ঘটনা।
ক্রোড়পত্রটি পাঠের মাধ্যমে বন্ধুদের কাছে দৃশ্যমান হয় সমতার স্বপ্নের জন্য শহীদ হওয়া আবু সাঈদের আপসহীন নেতৃত্বের ইতিহাস। পাঠচক্র শেষে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য জুলাইকে ধারণা করে সবাইকে সমন্বিতভাবে এগিয়ে চলার আহ্বান জানান সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী।
সাংগঠনিক সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা