প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে ‘ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশন’ গঠন করেছে চট্টগ্রামের রাউজান বন্ধুসভা। ফাউন্ডেশনে এরই মধ্যে ২০০ রক্তদাতা বন্ধু নাম নিবন্ধন করেছেন। তাঁরা বছরজুড়ে মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান করবেন।
২৪ ও ২৫ অক্টোবর পৃথক তিনটি আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে অক্টোবরজুড়ে এই ব্লাড ব্যাংক গঠন করে রক্তদাতা সংগ্রহ, রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত সংগ্রহ ও চিকিৎসার সহায়তায় থ্যালাসেমিয়া ফাউন্ডেশন গঠন করা হয়েছে।
অক্টোবরে অন্তত ৫০ রক্তদাতা বন্ধুসভা ব্লাড ব্যাংক থেকে রক্তদান করেছেন। সবাই রাউজান বন্ধুসভার বন্ধু। গত শুক্রবার সকালে উপজেলার জে কে মেমোরিয়াল হাসপাতালে একজন প্রসূতি রোগী ও দুজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্তদানের মাধ্যমে বন্ধুসভা ব্লাড ব্যাংকের রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন রাউজান বন্ধুসভার সভাপতি শেখ বিবি কাউছার।
আগের দিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ের রক্তের গ্রুপ জানে না, এমন ২০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের সম্মেলনকক্ষে থ্যালাসেমিয়া রোগ সচেতনতায় সেমিনার করে রাউজান বন্ধুসভা।
এই ব্লাড ব্যাংক নিয়মিত মুমূর্ষু রোগীদের বিনা মূল্যে রক্ত সরবরাহসহ থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার সহায়তা ও বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নিয়মিত চিকিৎসা ক্যাম্প আয়োজন করবে। পাশাপাশি রোগীদের ওষুধ বিতরণ করবে। এ কার্যক্রম চলবে বছরজুড়ে। কার্যক্রম পরিচালিত হবে রাউজান বন্ধুসভার সার্বিক তত্ত্বাবধানে।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি ইউসুফ উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেঘনা ব্যাংক নোয়াপাড়া পথেরহাট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ বেলাল, নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জানে আলম, চিকিৎসক দিদারুল আলম, নোয়াপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক মুহাম্মদ আশরাফ উদ্দিন, হেলথ কিউর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত দত্ত, স্কুলশিক্ষক খবির উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী বকুল বড়ুয়া।
এ সময় বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিয়া শীল, ইমন দাশ, পাভেল চৌধুরী, কামরুল সবুজ, সাবরিনা মাহবুব চৌধুরী, তসলিমা আকতার, শান্তা বড়ুয়া, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ আরিফ, শাবনাজ আকতার, রিপা আকতার, ফারহানা মজুমদার, ইকবাল হোসেন, মুহাম্মদ হাসান প্রমুখ।
সাধারণ সম্পাদক, রাউজান বন্ধুসভা