শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করল খুলনা বন্ধুসভা
মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করে খুলনা বন্ধুসভা। ১৪ ডিসেম্বর সন্ধ্যায় খুলনার ফরেস্ট লঞ্চঘাটে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালন করেন বন্ধুরা।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতি প্রফেসর তুহিন রায় বলেন, ‘এত জঘন্য কাজ পাকিস্তানি বাহিনী করার পরও জাতি হিসেবে আমরা পিছিয়ে যাইনি। আমাদের তরুণ প্রজন্ম নিয়ে এগিয়ে যেতে হবে। কোনোভাবে আর কোনো অপশক্তি যাতে আমাদের পিছিয়ে দিতে না পারে, সে জন্য তরুণদের সজাগ থাকতে হবে।’
প্রচার সম্পাদক ইমন মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক পাপন কংস বণিক, প্রশিক্ষণ সম্পাদক মিতা মাহমুদ ও দপ্তর সম্পাদক ফারজানা যুথি। তাঁরা বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবী ও শহীদদের ত্যাগের মহিমার প্রতিচ্ছবি আমরা জুলাই আন্দোলনে দেখতে পেয়েছি। তরুণরা আজও শক্তিশালী। দেশকে নতুনভাবে স্বৈরাচারমুক্ত করতে সক্ষম হয়েছে। বুদ্ধিজীবীদের গভীরভাবে আমরা স্মরণ করছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আসফিক আহমাদ, বন্ধু শাম্মী আক্তার, শান্তা আক্তার, মো. ফাহাদসহ অন্য বন্ধুরা।
যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা