‘রক্তবন্ধু’ সম্মাননা পেল রাউজান বন্ধুসভা

অতিথিদের হাত থেকে সম্মাননা গ্রহণ করছেন রাউজান বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

চট্টগ্রামের রাউজানে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাউজান বন্ধুসভাকে ‘রক্তবন্ধু’ সম্মাননা দেওয়া হয়েছে। ১৪ জুন এই সম্মাননা প্রদান করে স্থানীয় হেলথ কিউর হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

অনুষ্ঠানে রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও ফটিকছড়ির ৪১টি রক্তদাতা ও সামাজিক সংগঠনের এক হাজার জনকে এ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক র‌্যালির আয়োজন থাকে।

এ সময় বক্তব্য দেন হেলথ কিউর হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইয়াসিন তালুকদার, পরিচালক ফজল করিম, পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন, প্রথম আলোর প্রতিনিধি ইউসুফ উদ্দিন, রাউজান বন্ধুসভার উপদেষ্টা মুহাম্মদ বেলাল, হেলথ কিউর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত দত্ত, রাউজান ব্লাড ব্যাংকের সভাপতি নুরুল ইসলাম, রাউজান ব্লাড ডোনার্সের সভাপতি এ আর রাশেদ, রাউজান বন্ধুসভার সাধারণ সম্পাদক পিয়া বড়ুয়া, সংগঠক রুবেল বৈদ্য, নাঈম উদ্দিন চৌধুরী প্রমুখ।