‘বিতর্ক বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটায়’

প্রতিযোগিতায় উপস্থিত বিচারক ও মডারেটর
ছবি: বন্ধুসভা

‘বিতর্ক মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটায়, বিতর্কের মধ্য দিয়েই মানুষের মনোজগতের পরিবর্তন আনা সম্ভব। সমাজের অন্যায়–অবিচারের বিরুদ্ধে জেলা কমিউনিটি পুলিশ আপনাদের সঙ্গে নিয়েই প্রতিরোধ গড়ে তুলতে চায়। আপনারা সঠিক তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করবেন।’ ২৬ অক্টোবর কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ডে উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত হয়ে এসব কথা বলেন জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।

‘কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির ব্যানারে এই বিতর্ক প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে ছয়টি দল। কলেজ মোড়ের সাধারণ পাঠাগার হলরুমে অনুষ্ঠিত বিতর্ক উৎসবে সাংগঠনিক বিভাগে জয়ী হয়েছে কুড়িগ্রাম বন্ধুসভা।

কুড়িগ্রাম বন্ধুসভা দল
ছবি: বন্ধুসভা

বিতর্কের বিষয় ছিল ‘সামাজিক মূল্যবোধের উন্নয়নে তরুণদের চেয়ে প্রবীণদের ভূমিকাই বেশি’। সাংগঠনিক বিভাগের অপর দলটি প্রবীণ হিতৈষী সংঘ। বন্ধুসভার দলটির নেতৃত্ব দেন ঊর্মি আক্তার। মাধ্যমিক বিভাগে কুড়িগ্রাম পুলিশ লাইনস স্কুলকে হারিয়ে জয়লাভ করে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং কলেজ শাখায় কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজকে হারিয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজ।
প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন কবি আবু যোবায়ের, বিজ্ঞ বিচারক হিসেবে ছিলেন জিয়াউর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশেদুজ্জামান বাবু এবং কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষক আনোয়ার হোসেন।

সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বন্ধুসভা