‘যত বেশি বই পড়ব, তত বড় হব’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বইমেলায় বন্ধুসভার স্টলে পাঠকদের ভিড়ছবি: বন্ধুসভা

‘একটি সুস্থ ও সুন্দর জাতি গঠন করতে হলে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। বড় মনের মানুষ হওয়ার জন্য বইয়ের সান্নিধ্যে আসতেই হবে। এই বইমেলা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার প্রতি আগ্রহ জন্মাবে’, বলছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী।

৯ ও ১০ মে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বইমেলার আয়োজন করে বশেমুরবিপ্রবি বন্ধুসভা। প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে এই মেলা। বইমেলায় মোট ১০টি প্রকাশনী অংশ নেয়।

প্রথম দিন বইমেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক আদিবা খান অহনা।

অধ্যাপক আদিবা খান অহনা বলেন, ‘এটি অতি আনন্দের বিষয় যে এমন বইমেলা আয়োজনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বইয়ের সঙ্গে এক গভীর সম্পর্ক রাখতে পারছে। কবি-সাহিত্যিক ও লেখকেরা তাঁদের সব জ্ঞান বইয়ের পাতায় ঢেলে দেন। বইপড়া মানুষের কাছেই দেশের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। যারা বড় হতে চায়, তাদের প্রয়োজন বেশি বেশি বই পড়া। আমাদের মনে রাখতে হবে, যত বেশি বই পড়ব, তত বড় হব।’

বশেমুরবিপ্রবি বন্ধুসভার সভাপতি আলাউল হক বলেন, দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং তরুণ প্রজন্মকে যোগ্য করে গড়ে তোলার অন্যতম হাতিয়ার হলো বই। তাই বই পাঠের বিকল্প নেই।

বইপড়া মানুষের কাছেই দেশের ভবিষ্যৎ নিরাপদ থাকবে।
অধ্যাপক আদিবা খান অহনা

বইমেলার আয়োজন নিয়ে সাধারণ সম্পাদক রাতুল হাসান বলেন, নতুন লেখক তৈরি ও পাঠকদের উৎসাহ বৃদ্ধি করতে বন্ধুসভার এই উদ্যোগ। তা ছাড়া নতুন প্রজন্মকে বই পড়ার বিমুখতা ও অনলাইন প্ল্যাটফর্মে আসক্ত হওয়া থেকে বিরত থাকার জন্য এ উদ্যোগ কিছুটা হলেও কাজে দেবে।

বইমেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি আলাউল হক ও বইমেলা সম্পাদক আরিফুল ইসলাম। অন্যান্য ব্যবস্থাপনায় ছিলেন সহসভাপতি সিনথিয়া সুমি, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক হোসনেআরা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান সারওয়ার, অর্থ সম্পাদক সনিয়া সম্পা, প্রচার সম্পাদক শামীম আহামেদ, দপ্তর সম্পাদক শাফায়েতুল্লাহ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মুহাম্মদ সোহেল, কার্যনির্বাহী সদস্য তুহিন হাসানসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, বশেমুরবিপ্রবি বন্ধুসভা