‘সেইফ অনলাইন প্র্যাকটিস: শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার অ্যাপ্লিকেশন’ শিরোনামে বিশেষ সেমিনার করেছে ডিআইইউ বন্ধুসভা। ২৮ অক্টোবর রাত ৯টায় অনলাইনে এটি অনুষ্ঠিত হয়। সেমিনার সঞ্চালনা করেন বন্ধু মেহেনূর রহমান।
আলোচক হিসেবে ছিলেন স্মার্ট ফিল্ড সার্ভিসের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আল মামুন রাজু ও ডিআইইউ বন্ধুসভার সভাপতি আব্দুল মুনয়িম সরকার। তাঁরা শিক্ষার্থীদের জন্য নিরাপদ অনলাইন কার্যক্রম ও প্রযুক্তির সঠিক ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আব্দুল মুনয়িম সরকারের বক্তব্যে উঠে এসেছে সাইবার নিরাপত্তা ও অনলাইন ঝুঁকির বিষয়। তাঁর মতে, অনলাইনে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যেসব বিষয় খেয়াল রাখা উচিত, তা হলো কঠিন পাসওয়ার্ড নিশ্চিত, নেটওয়ার্ক কানেকশন, যেমন ওয়াই–ফাইয়ের ক্ষেত্রে সচেতন থাকা, সফটওয়্যার আপডেটের ব্যাপারে গুরুত্ব আরোপ করা, সোশ্যাল মিডিয়া ও অনলাইনে নিজেদের ব্যক্তিগত তথ্য শেয়ারে সচেতন থাকা ইত্যাদি।
শিক্ষার্থীরা তাঁদের দৈনন্দিন বিভিন্ন কাজের ক্ষেত্রে কীভাবে ‘ক্যানভা’র সাহায্য নিতে পারে, এ নিয়ে বিস্তর আলোচনা করেন আল মামুন রাজু। ক্যানভার সাহায্যে রিজিউম তৈরির উপায়ও বন্ধুদের সঙ্গে শেয়ার করেন তিনি।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক খালিদ হাসান, সহসভাপতি মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক আদিল সরকারসহ অসংখ্য বন্ধু।
বন্ধু, ডিআইইউ বন্ধুসভা